ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ঐ দিন শনিবার সূর্যোদয়ের পুর্বে উপজেলার মধ্য বিএস ডাঙ্গী স্বাধীনতা ভাস্কর্য চত্বরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়।
সকাল সোয়া ৮ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ এর নেতৃত্বে স্বাধীনতা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও চরভদ্রাসন থানা পুলিশ। এর পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা শ্রেনী পেশার মানুষ।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
সকাল ৯ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, কুজকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন শেষে পুরুস্কার বিতরন করা হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, এসিল্যান্ড শাহনাজ পারভীন বীথি ও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।
সুবিধাজনক সময়ে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা ও গুজব বিরোধী কার্যক্রমের বিষয়ে জনমত সৃষ্টি জন্য আলোচনা করার পাশাপাশি সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা ও মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করা হয়। বিকেল সারে ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় মহান বিজয় দিবস ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।