দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকন্দায় অবস্থিত আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সত্তার শেখের সভাপতিত্বে দলীয় প্রার্থী মোঃ আব্দুর রহমানকে কি ভাবে জয়লাভ করান যায় সে বিষয়ে নির্বাচনী কর্মপন্থা নিয়ে দিক নির্দেশনামুলক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, সহসভাপতি মোঃ হামিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন, মধুখালী পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ এমএম বাবুল আক্তার, মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সদস্য আঃ হান্নান মোল্যা,বাদশা খান, ওয়ার্কার্স পাটি নেতা মোঃ সিরাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক খন্দকার শাহজাহান মাষ্টার, সহসভাপতি আলীমুজ্জামান খান মিষ্টার,আব্দুল মতিন মুন্নু, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হেলাল, সহযোগী সংগঠনের সুজিত কুমার ঘোষ, মোঃ ইকবাল হোসেন খান, মোঃ সিদ্দিকুর রহমান, হাবিবুর রহমান মিন্টু, মোশাররফ হোসেন, মামুন খান, মনিরুজ্জামান বাদশা, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইসহাক আলী শেখ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদকগণ।
সভায় বক্তাগণ দলীয় প্রার্থী মোঃ আব্দুর রহমানকে জয়ী করতে ঐক্যমত পোষন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha