চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে সোনাইচন্ডী আশা'র শাখা কার্যলয়ে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আশা'র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলার সোনাইচন্ডী আশা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আশা'র চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকারিয়া আল মেহরাব, এতে আরো উপস্থিত ছিলেন কৃষি উন্নয়ন ব্যাংক সোনাইচন্ডী শাখার ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল রহিম, আশা নাচোল অঞ্চলের আর এম আশরাউল হক, আশা সোনাইচন্ডী শাখার সিনিয়র ব্যবস্থাপক মোঃ আব্দুর রহীম, সমাজ সেবক মোঃ রুহুল আমীন, মোঃ হাসেন আলী ও ইউপি সদস্য মোঃ হারুন অর রশীদ প্রমুখ। সঞ্চালনায় ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো.পারভেজ আহমেদ।
দিনব্যাপী উপজেলার সোনাইচন্ডী বাজারে আশা’র স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা শেষে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। আশা ঋণদান কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপিসহ অন্যান্য সামাজিক কর্মসূচিতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫