আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৪:৪৬ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১১, ২০২৩, ৮:৪৫ পি.এম
অবৈধ গুড় কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ গুড় কারখানায় অভিযান চলিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ৫৬ টিন গুড় ধ্বংস করা হয়েছে।
জানাগেছে সোমবার সকাল ১১টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মালিপাড়া বাশেরদিয়াড় গ্রামে আব্দুল গণির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা জাতীয় ভোক্তা অধিকার কর্মকর্তা সহকারী পরিচালক সুচন্দন মন্ডল অভিযান চালিয়ে অবৈধভাবে বিভিন্ন কেমিক্যাল দিয়ে গুড় প্রস্তুত করার সময় তাদের কে ধরে।
এসময় গুড় মালিক আব্দুল গনিকে নগত ৩০ হাজার টাকা জরিমানা সহ ৫৬ টিন গুড় ধ্বংস করেন।
এ ঘটনায় জেলার জাতীয় ভোক্তা অধিকার কর্মকর্তা সুচন্দন মন্ডল জানান, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি কর।
এদিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিনের সঙ্গে কথা হলে তিনি জানান, নিম্নমানের গুড় তৈরি করার সময় যেসব কেমিক্যাল যেমন ফিটকির, ডালডা, খাইসোডা, রং, হাইড্রোজ, ব্যবহার করছে যা মানব দেহের জন্য চরম ক্ষতিকর ছাড়াও কিডনি ডেমেজ সহ মানব দেহের ভিন্ন রোগ দেখা দিতে পারে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও কুষ্টিয়া জেলার জাতীয় ভোক্তা অধিকার কর্মকর্তা সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, এই নিম্নমানের গুড় তৈরি যারা করছে তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha