আজকের তারিখ : ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৮, ২০২৩, ৫:২১ পি.এম
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্ত্রাসী আক্রমণের মুখে
ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলার কালিতলা বাজারে গত মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত অনুমান ৯.৪৫ টার সময় হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান জোয়ার্দার সাতব্রিজে বাড়ি ফেরার পথে কয়েকজন সন্ত্রাসী লোকজন দ্বারা আক্রমণের মুখে পড়ার উপক্রম হতে যাচ্ছিলো। হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের মৃত আহম্মদ হোসেনের পুত্র মোঃ মশিউর রহমান জোয়ার্দার তিনি হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব আছেন।
বুধবার (৬ ডিসেম্বর) প্রেস ব্রিফিং সূত্র হতে জানা যায়, ঘটনা হলো সাতব্রিজ বাজারে মশিউর রহমান জোয়ার্দারের গাড়ি লক্ষ্য করে কয়েকজন সন্ত্রাসী লোকজন তাকে জীবননাশের জন্য আক্রমণের চেষ্টা করে। তখন মশিউর রহমান জোয়ার্দার গাড়ির হেড লাইটের আলোতে হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের মোঃ বিশারত আলীর পুত্র মোঃ রুবেল (৩০), মৃত ইবাদত হোসেন মন্টুর পুত্র মোঃ মধু (৩৮), মোঃ ছমিরের পুত্র মোঃ সোহেল (৩২), মোঃ হায়দারের পুত্র মোঃ আজাদ (৪০), মোঃ আয়ুব হোসেনের পুত্র মোঃ তোতা (৪০), মৃত শমসের মন্ডলের পুত্র মোঃ মকবুল (৪৮), বেলতলা গ্রামের মোঃ মতিয়ার রহমানের পুত্র মোঃ শামীম (৩৩) ও মোঃ কানু মিয়ার পুত্র মোঃ বাবলু (৩২) এদের সবাইকে চিনতে পেরেছিলো মশিউর রহমান জোয়ার্দার। তাহারা সবাই লোহার রড, চাপাতি, হাসুয়া নিয়ে মশিউর রহমান জোয়ার্দারের উপর আক্রমণ করার চেষ্টা করে।
সাংবাদিকবৃন্দের কাছে হরিণাকুন্ডু উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান জোয়ার্দার জানান, এ ঘটনায় আমি শংকিত এবং নিরাপত্তাহীনতায় আছি। তাদের দ্বারা যেকোন মুহূর্তে আমার জানমালের বড় ধরনের ক্ষতি হতে পারে। এঘটনায় আমি হরিণাকুন্ডু থানায় সাধারণ ডায়েরি করেছি। আপনাদের লেখনির মাধ্যমে প্রশাসনকে ঘটনা জানাতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha