প্রধানমন্ত্রীর অনুশাসন “দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাগান তৈরীর লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১১ টার দিকে পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা,উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন,উপজেলা প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন খান,উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন ও প্রধান শিক্ষক মোঃ মোজাহারুল হক প্রমুখ।
সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাদি পতিত জায়গায় চলতি শীত মৌসুমে মুলা, টমেটো, গাজর, ঢেড়স ও বেগুন সহ বিভিন্ন প্রজাতির সব্জি আবাদের জন্য তাগিদ দেওয়া হয়।
জানা যায় সব্জি আবাদের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানে বীজ ও জমি প্রস্তুতের জন্য খরচ বহন করবে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর এ অনুশাসনটি বাস্তবায়ন হলে উপজেলা পর্যায়ে কৃষিক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন উপস্থিত সকলে। সভা শেষে শিক্ষকদের মাঝে বিনামূল্যে সব্জি বীজ বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111