পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের নব নিযুক্ত রাষ্টদূত জনাবা রেজিনা আহমেদের সঙ্গে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক শুভেচ্ছা সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ ছাড়াও দূতাবাসের প্রথম সচিব মো: আলমগীর হোসেন উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পর্তুগাল বাংলাপ্রেসক্লাবের নেতৃবৃন্দ নব নিযুক্ত রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তার বক্তব্যে বিগত দিনগুলোতে বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পর্তুগালে অবস্থিত প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্হিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, বর্তমান সভাপতির রাসেল আহেম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এফ,আই রনি, সাধারন সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, সহ-সাধারন সম্পাদক সমির দেবনাথ, প্রচার সম্পাদক মহি উদ্দীন।
পর্তুগল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই সময় রাষ্ট্রদূতকে বিগত দিনে প্রবাসীদের নিয়ে প্রেসক্লাবের সকল কর্মকাণ্ড গুলো রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং প্রবাসীদের নিয়ে আগামী দিন গুলোতে যেসকল কর্মপরিকল্পনা রয়েছে সেই সকল বিষয় গুলো রাষ্ট্রদূতকে অবহিত করে।
এই সময় রাষ্ট্রদূত প্রবাসীদেরকে নিয়ে বাংলা প্রেসক্লাবের বিগত দিন গুলোর নানা কর্মকাণ্ডের কথা শুনে প্রশংসা করেন এবং অতীতের ন্যায়ে ভবিষ্যতে এমন কর্ম পরিধি চলমান থাকার জন্য আহবান জানান। সেই সাথে রাষ্টদূত সামনের দিন গুলোতে প্রবাসীদের নিয়ে সচেতন মূলক প্রচারণা এবং দেশীয় সংস্কৃতিক বিষয়ে প্রেসক্লাবকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। একটি ফলপ্রসু আলোচনার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha