আজকের তারিখ : মার্চ ১৮, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৪, ২০২৩, ১১:৫৮ পি.এম
ফরিদপুর শহর টেইলার্স মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফরিদপুর শহর টেইলার্স মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শুক্রবার শহরের সরকারি নিউমার্কেটে অনুষ্ঠিত হয়।
মোট ৩ টি পদের জন্য ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান তিনি আম প্রতিক নিয়ে নির্বাচিত হন ।তার প্রাপ্ত ভোট ১০৭ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল মোল্লা তিনি ইলিশ মাছ প্রতীক নিয়ে নির্বাচন করেন তার প্রাপ্ত ভোট ছিল ৪৭।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন প্রার্থী নির্বাচিত হন নির্বাচিতরা হচ্ছেন রেজওয়ান খান তিনি নির্বাচন করেন আনারস প্রতিক নিয়ে তার প্রাপ্ত ভোট ১১৬। এবং মুহাম্মদ রাশেদ শেখ তার প্রাপ্ত ভোট ১১৪।
সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৭৮ জন ভোটারের মধ্যে ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দীপক মজুমদার ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আলহাজ্ব সাইদুর রহমান।
উল্লেখ করা যেতে পারে ১১ টি পদের এ নির্বাচনে ইতোপূর্বে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন সভাপতি মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, সহ-সভাপতি তফাজ্জল হোসেন, জাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য আব্দুল গফুর খান, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ লোকমান কার্যকরী সদস্য শরিফ খান ও মোহাম্মদ তারা মিয়া।
এদিকে সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালনায় সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করলেন সভাপতি মোহাম্মদ শামসুল আলম চৌধুরী। এ সময় নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha