আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:১৮ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৪, ২০২৩, ১২:৫৯ পি.এম
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হচ্ছে আগামীকাল

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে খাগড়াছড়িতে ১৬ দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। "নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করুন" এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত খাগড়াছড়ি স্থানীয় এনজিওসমূহের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষে আগামীকাল সকাল ৯ ঘটিকায় শোভাযাত্রার মধ্যদিয়ে শুরু হবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচার অভিযান। এছাড়াও, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জলন, নারী জাগরণী গানসহ কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন কমিটির আহবায়ক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, নারী নেত্রী নমিতা চাকমা।
এসময়ে ২০২২-২৩ খ্রিস্টাব্দে সংঘটিত খাগড়াছড়ি জেলার নারী সহিংসতার চিত্র উপস্থাপনা করা হয়।
সম্মেলনে উদযাপন কমিটির আহবায়ক শেফালিকা ত্রিপুরা বলেন,পৃথিবীতে নারী পুরুষের সমতার বিষয়টি কেবল নারী আন্দোলনের বিষয় নয়, নারী ও পুরুষের সম্মিলিত আন্দোলন নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে লড়াই করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে নিজে যোগ দিন এবং অন্যকে যুক্ত করুন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha