আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৩, ২০২৩, ২:৩১ পি.এম
কালুখালীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার - এই প্রতিপাদ্য সামনে রেখে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ - ১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ সভার আয়োজন করে।
কালুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সম্মলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মুক্তিযোদ্ধা আকামত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম নাসিম আখতার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা: মো: শাহনেওয়াজ, এফডব্লিউভি সাফিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন বলেন, আসুন আমরা সেবা গ্রহন করি,যারা সেবা নিতে আসছেন না তাদের কাছে সেবার বার্তা পৌছে দেই। বাল্য বিয়ে ও অনাকাংখিত গর্ভধারণের কুফল ও করনীয় সম্পর্কে সচেতন করে তুলি।
সভায় জনপ্রতিনিধি, সংবাদ কর্মী,এফডাবলুএ,এফডাবলুভি, এফপিআই সহ অর্ধশত উপস্থিতী ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha