ফরিদপুরের বোয়ালমারীতে নাশকতা মামলায় বিএনপির দুই নেতাকে অভিযান চালিয়ে আটক করেন ডহরনগর ফাঁড়ি পুলিশ। নিশ্চিত করেছেন বোয়ালমারী পরিদর্শক (তদন্ত)। আটককৃত আসামীদের বুধবার বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে নাশকতা মামলার ২ আসামীকে মঙ্গলবার রাতে পুলিশ একটি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। আটককৃত আসামীরা হলেন; দাদপুর ইউনিয়নের কম্লেশ্বরদী গ্রামের মাহি ঠাকুরের ছেলে মো. মিসবাহ ঠাকুর। অপরজন ফরিদপুর কোতোয়ালী থানার ধোপাডাঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কবির জিহাদ।
পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, গ্রেফতাকৃত আসামীদের বিরুদ্ধে নাশকতা মামলা হওয়ায়, তাদের অভিযান পরিচালনা করে আটক করা হয়। দু'জন আসামীকে পুলিশ কড়া নিরাপত্তার বেষ্টনীতে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111