আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৮:৪০ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ১৩, ২০২৩, ৩:৫৩ পি.এম
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে চিকিৎসা সহায়তার চেক বিতরণ
ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলার ২১২ জন ব্যক্তির প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার ১২ নভেম্বর ২০২৩ তারিখে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ কুমার কুন্ডু চেয়ারম্যান জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ সভাপতি জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসির বাবলু চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, মো. কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার, মো. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, মো: খুরশিদ হায়দার টুটুল মেয়র মাগুরা পৌরসভা, জাহিদুল আলম উপ-পরিচালক সমাজ সেবা অধিদপ্তর মাগুরা, ডা. মো. আমিনুল ইসলাম, মেডিকেল অফিসার সিভিল সার্জন কার্যালয় মাগুরা।
২০২২-২৩ অর্থবছরের জন্য গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ জেলার ৪ টি উপজেলার ৩৬ টি ইউনিয়নের ৩৪৬ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে পোশাক ও নানাবিধ সরঞ্জামাদি বিতরণ করেন।
উল্লেখ্য যে, ৩৪৬ জনের মধ্যে দুজন মহিলা মহল্লাদার এবং ১৭ জন নবনিয়োগপ্রাপ্ত মহল্লাদার রয়েছেন। এ সময় জেলা প্রশাসক গ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয় উল্লেখ করে তাদেরকে দেশের সেবায় নিয়োজিত থাকার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha