আজকের তারিখ : মার্চ ১৭, ২০২৫, ১০:৫৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৭, ২০২৩, ৬:০৮ পি.এম
সালথায় মাদ্রাসার সুপারের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুরের সালথায় জগজ ইসলামীয়া মাদ্রাসার সুপার ইব্রাহিম হোসাইনের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় অভিভাবক ও স্থানীয়রাও মানববন্ধনে অংশ নেয়। মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে যদুনন্দী বাজার অবিস্থত মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
মানববন্ধনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের মাদ্রাসার সুপার হুজুর একজন খারাপ মানুষ। অনেক বয়স হলেও তিনি এখনও বিয়ে করেন নাই। প্রাপ্ত বয়সে তিনি বিয়ে করলে আমাদের মত সন্তান থাকতো। আমাদের প্রতি তার দরদ থাকতো। গতকাল তিনি আমাদের এক ছোটবোন কে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এর আগেও তিনি এমন কান্ড ঘঠিয়েছেন। ছাত্র-ছাত্রীদের সাথে তিনি প্রায়ই খারাপ ব্যবহার করেন। আমরা এই চরিত্রহীন সুপারের পদত্যাগ ও বহিষ্কার চাই। শিক্ষার্থীদের দাবি না মানলে ক্লাস বর্জনের কথা বলে।
শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে জগজ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম হোসাইন বলেন, কোন শিক্ষার্থী বের হয় নাই এইটের ছেলেরা ও বাহিরের অনেক লোক ইন্দন দিয়ে কিছু উশৃংখল ছেলেপেলে তারা জোর করে ছেলেমেয়েদের বের করে নিয়ে জোর করে মানববন্ধন করিয়েছে। আজ সকালে ইউএনও স্যার এসে আমাদেরকে এলাকার লোকজনদের বুঝিয়ে গেছে যেকোনো সুষ্ঠু বিচার তিনি দিবেন। এলাকা কিছু ও বাইরের লোক এগুলো করাচ্ছে শত্রুতামূলক।
এই বিষয়ে জগজ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি বলেন, মানববন্ধনের খবর পেয়েছি, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তদন্তধীন থাকায় কোন মন্তব্য করছি না, তদন্ত পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নিয়মিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha