দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের অপরাজনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশ হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে দৌলতপুর পাইলট হাই স্কুল খেলার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। যুবলীগ নেতা জুলমত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শহীদুল হালসানা, সেলিম চৌধুরী, আব্দুল কাদের প্রমুখ।
এ সময় লাখো জনতার উপস্থিতিতে বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াত বিনা উস্কানিতে গাড়ি পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে, সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নগ্ন হামলা চালিয়েছে। বিএনপির কাজই হলো জ্বালাও-পোড়াও এবং ধ্বংসাত্বক রাজনীতি করা। তাদের অবরোধের উদ্দেশ্যই হচ্ছে নির্বাচন বানচাল করা।’
শান্তি সমাবেশে নেতারা আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।
এদিন সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই সভাস্থলে নেতাকর্মীরা আসতে থাকেন। সমাবেশ শুরুর আগেই পাইলট হাই স্কুলের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।