পুলিশই জনতা,জনতাই পুলিশ- ‘‘ কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র’’ এ শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উক্ষলক্ষে র্যালি ও পথ সভা করেছে রাজশাহীর বাঘা থানা পুলিশ । শনিবার (৪ নভেম্বর) অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলামের নের্তৃত্বে বর্নাঢ্য একটি র্যালি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাঘা-আড়ানী সড়কের পৌর মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যকালে ওসি খায়রুল ইসলাম বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের কাজে জনগনের আস্থা,অংশগ্রহন, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ফলে মাদক,জঙ্গি,নারি নির্যাতনসহ অপরাধ প্রতিরোধে অত্যান্ত কার্যকর ভুমিকাও পালন করছে।
ওসি (তদন্ত) সবুজ রানার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, ,উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ। এতে অংশ গ্রহন করেন, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু,সিরাজুল ইসলাম মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম,যুবলীগ নেতা শাহিনুর রহমান পিন্টু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha