ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহীদুল ইসলাম। তিনি জানান, ইলিশ সংরক্ষণে ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অবস্থায় স্থানীয় তিন জেলেকে আটক করা হয়। জেলেরা ভুল স্বীকার করে আর মাছ ধরবে না মর্মে স্বীকারোক্তি প্রদান করায় তাদের ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলেদের কাছ থেকে উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে দেয়া হয়। এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫