আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৯:১৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ৩০, ২০২৩, ৯:৪১ এ.এম
ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ জেলে আটক ৩০ হাজার মিটার জাল ধ্বংস
২৯ অক্টোবর (রবিবার) রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়ীয়াল খাঁ নদের বুকে বিভিন্ন স্পটে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।
অভিযান কালে মা ইলিশ ধরার অপরাধে ৭ জন জেলেকে আটক এবং ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল নদীর পাড়ে পুরিয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ৭ জন জেলের প্রত্যেককে মৎস্য সুরক্ষা আইনে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল। অভিযানে আরো অংশ গ্রহন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবির, সংযুক্ত সহকারী মৎস্য কর্মকর্তা দেবদুলাল সাহা ও সদরপুর থানার একদল পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, ইলিসের বংশ বিস্তারের লক্ষে এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha