কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নের মোট ৩৫২০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে বিনা মূল্যে ২০২৩/২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমের সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, শীতকালীন শাকসব্জিসহ নানা ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এএসএম আনছার আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌসী। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন তনুশ্রী দেবনা কৃষি সম্প্রসারণ অফিসার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha