আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১:১৫ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৫, ২০২৩, ৭:১৩ পি.এম
আমি শাসক নয়, সেবক হয়ে কাজ করতে চাইঃ -অধ্যক্ষ ড: আব্দুল লতিফ

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহা: আব্দুল লতিফ এর যোগদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। বুধবার দুপুরে খোকসা সরকারি কলেজে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভবনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ বিল্লাল উদ্দিন।
নবাগত অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ বলেন, আমি অধ্যক্ষ হিসেবে যোগদান করেছি সরকারের গুরু দায়িত্ব নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনাদের শাসক নয়, আমি সেবক, ম্যানেজার ও লিডার হয়ে কাজ করতে চাই। তিনি বলেন সরকার আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ববোধ থেকেই আমি কাজ করতে চাই শিক্ষকের আদর্শ নিয়ে এই গুরু দায়িত্ব পালন করতে চাই।
তিনি বলেন বিগত দিনের সকল ভুলত্রুটি ভুলে গিয়ে আজ থেকে খোকসা কলেজ কে আমরা নতুন রূপে শুরু করতে চাই, আমরা অতীতের কোন খারাপ কাজকে আলোচনা সমালোচনা করতে চাই না, আমরা ভালো কাজের বিষয়ে আলোচনা করতে চাই। তিনি বলেন মানুষের মধ্যে মতানৈক্য থাকতেই পারে কিন্তু আমরা যে মতাদর্শেরই হই না কেন আমরা কলেজের বাইরে রেখে এসে কলেজে সবাই একমত হয়ে কাজ করব।
তিনি স্থানীয়দের উদ্দেশ্য করে বলেন আপনারা যারা স্থানীয় আছেন তাদের দায়িত্বই বেশি, আপনাদের যার যার দায়িত্ব থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন প্রয়োজন ছাড়া কেউ অনুপস্থিত থাকবেন না। আপনাদের সবার সহযোগিতা পেলে আমি খোকসা সরকারি কলেজ কে কুষ্টিয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ হিসাবে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। তিনি এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত অধ্যক্ষ এর সহধর্মিনী মাহবুবা বেগম লাকী, কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ আব্দুল কুদ্দুস খান, খোকসা কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মোঃ সিদ্দিকুল আলম প্রমুখ।
এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক হায়দার আলী, ভূগোল বিভাগের প্রধান প্রভাষক শফিকুল ইসলাম স্বপন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক আ স ম সারাফত আলী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক, প্রভাষক ও অন্যান্য অতিথিবৃন্দ। এর আগে নবাগত অধ্যক্ষ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ কলেজ চত্বরে এলে তাকে শিক্ষক এবং ছাত্রছাত্রীগণ ফুল দিয়ে বরণ করে নেন। পরে নবাগত অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল লতিফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষ কে কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানের নেতৃত্বে কলেজ শিক্ষকগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha