আজকের তারিখ : মার্চ ১৭, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ২৫, ২০২৩, ৫:৪৫ পি.এম
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের ডেঙ্গু রোগীর চিকিৎসার এনএস স্যালাইন প্রদান

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের উদ্যোগে আজ বুধবার বেলা বারোটায় ডেঙ্গু রোগীর চিকিৎসার লক্ষ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৫০৪ টি এন এস স্যালাইন প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এনামুল হক, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি সহ ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রতিষ্ঠানটির চিকিৎসক, শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্যালাইন প্রদান অনুষ্ঠানে শামীম হক তার বক্তব্য বলেন যে, আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। দেশের যে কোন দুর্যোগ মহামারীতে আওয়ামী লীগের নেতা- কর্মীরা জীবন বাজী রেখে অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে। করোনা মহামারীর সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ হতে করোনা আক্রান্ত রোগীর খাদ্য সরবরাহসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় ডেঙ্গু রোগীর চিকিৎসায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ হতে স্যালাইনের ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha