আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২৪, ২০২৩, ৫:৪৯ পি.এম
আলফাডাঙ্গায় টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন সাখাওয়াত হোসেন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এবং টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ মাদ্রাসায় আর্থিক সহায়তা দিলো ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদপুর -১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাখাওয়াত হোসেন। মঙ্গলবার ( ২৪ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় স্হানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাখাওয়াত হোসেন বলেন, আমি এমপি হওয়ার জন্য কাজ করি না। আমি মানুষের সেবা করার জন্য কাজ করি। আমিও জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবায়, আপনাদের সেবায় কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
এসময় সাখাওয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, আজকে একটি অশুভ শক্তি বাংলাদেশের যে উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে সেই উন্নয়ন-অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তারা ব্যর্থ হয়ে যাবে যদি আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকি। আমাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha