আজকের তারিখ : মার্চ ১৮, ২০২৫, ৮:২৫ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ২১, ২০২৩, ১২:৩১ পি.এম
ফরিদপুরে খেলাঘরের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

খেলাঘর ফরিদপুরের উদ্দোগে "গাজায় শিশু হত্যা বন্ধ করো" ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খেলাঘর ফরিদপুর জেলা শাখার সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি ।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সহ সভাপতি এ্যাড: অনিমেষ রায়, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, খেলাঘর ফরিদপুরের সদস্য ডিউবি সিকদার, প্রীতি কনা,রাহা, বিলকিস বানু, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মহুয়া ইসলাম।
এ সময় মানববন্ধনে শিশু- কিশোর ও অন্যান্য শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন ৷
বক্তারা মানববন্ধনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং তারা জাতিসংঘের সমলোচনা করে বলেন বর্তমানে তারা কার পক্ষ নিচ্ছেন যে আজ নিরীহ ও অসহায় সাধারন মানুষ সহ শিশু- কিশোরাও নির্মমতার শিকার হচ্ছেন৷ তাদের কি মনুষত্য ও মানবতা নেই ৷ আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমাদেশ আজ ইসরাইলয়ের পক্ষ নিয়ে সকল প্রকার হত্যার পরিকল্পনা করে যাচ্ছেন এভাবে ফিলিস্তিনিদের নিশ্চিন্ন করা যাবে না তাই অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে ।
বক্তারা এ ব্যাপারে জাতিসংঘ কে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন খেলাঘরের ড্রইং শিক্ষক সজল বারই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha