রাজশাহীর বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (১৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের নেতর্েৃত্বে উপজেলার বিভিন্নস্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলায় ডেঙ্গ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি ও এ জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হানির কারণে জনমনে আতংক বিরাজ করছে। মানুষকে সচেতন করতে ব্যানার টানিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা পরিষদের সামনে, পৌরসভার সামনে, বঙ্গবন্ধু মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ময়লা পরিস্কার সহ ডেঙগুর লারভা ধ্বংশে স্প্রে করা করা হয়েছে।
সচেতনতামূলক অভিযান পরিচালনাকালে উপজেলা নিবাহী কর্মকর্তা বাজার এলাকায় নিজ নিজ দায়িত্বে পরিস্কার রাখার নির্দেশ দেন । তিনি বলেন, বাজার এলাকায় দোকানের সামনে অপরিস্কার বা ময়লা স্তুপ করে রাখা হলে পরবর্তীতে আইনী ব্যাবস্থা গ্রহণ করা হবে । এছাড়া ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশে পরিস্কার রাখার নির্দেশনা দেন ইউএনও।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।