আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১:৩৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৬, ২০২৩, ১২:৫৫ এ.এম
শালিখায় অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়েছেন উপজেলা মৎস্য অফিস
মাগুরার শালিখা উপজেলার ফটকি ও চিত্রা নদী থেকে ১২০০(শত) মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দিলেন উপজেলা মৎস্য অফিস।যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ২৫ হাজার টাকা।১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই অবৈধ চায়না জাল পোড়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)উম্মে তহমিনা মিতু,উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ সাইফুদ্দীন সুমন,মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস প্রমুখ।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দীন সুমন বলেন,শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এবং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ফটকি ও চিত্রা নদী থেকে ১২০০ মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করে আগুনে পোড়ানো হয়েছে।পাশাপাশি আড়পাড়া ফটকী নদীতে অবৈধ ভাবে চায়না জাল পেতে দেশীয় মাছ নিধনের অপরাধে আবু সুফিয়ান নামের এক জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সংবাদ কর্মীদের জানান৷
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha