আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৬:৫৪ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১৫, ২০২৩, ১১:৪৬ এ.এম
ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
ফরিদপুরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
এউপলক্ষে ফরিদপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে আজ রবিবার সকাল সাড়ে নয়টায় একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবির, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
"সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের সাদাছড়ি দিবস পালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিবন্ধীদেরকে সমাজের বোঝা মনে না করে সম্পদে পরিণত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল ধারার সাথে কাজ করার সুযোগ তৈরি করার জন্য সমাজ সেবা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন শপিংমল, হাসপাতাল, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরি করার আহ্বান জানান নেতৃবৃন্দ। বাংলাদেশের প্রতিটি থানায় আলাদা প্রতিবন্ধী ডেস্ক তৈরি করার জন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান প্রতিবন্ধী নেতৃবৃন্দ।
এছাড়া প্রতিবন্ধীদের ভাতা ও নানামুখী সহায়তা দেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha