আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৩:৪২ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৫, ২০২৩, ১০:১১ এ.এম
মাগুরায় উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাগুরা জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষী এবং আনসার কর্মকর্তা ও ভিডিপি সদস্যগণের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার ১৪ অক্টোবর সকাল ১০ টার সময়ে মাগুরা জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প সার্বিক সহযোগিতায় সেমিনার অনুষ্ঠত হয়।
মোঃ কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) পুলিশ সুপার মাগুরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, এস এম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম ডিসি, সিটিটিসি, ডিএমপি ঢাকা, চন্দন দেবনাথ (বিডিএম) জেলা কমান্ড্যান্ট বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা, নূর মোহাম্মদ মৃধা জেলা কারাগার মাগুরা। সেমিনারে সহিংস উগ্রবাদ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন, (বিপিএম পিপিএম)। এসময় অতিথিরা তাদের বক্তব্যের মধ্যে বাংলাদেশে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ উত্থানের কারণ, নির্মূলে করণীয় ও এ প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক সফলতা নিয়ে আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা, দেবাশীষ কর্মকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরা, মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মাগুরাসহ মাগুরা জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্য, জেলা কারাগারের কর্মরর্তা ও কারারক্ষী এবং আনসার কর্মকর্তা ও ভিডিপি সদস্যগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha