চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণের গহনাসহ আবদুর রহিম (৩০) নামে একজনকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তি ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চকপাড়া সীমান্ত দিয়ে এক চোরাকারবারি ভারত থেকে স্বর্ণ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮ হাজার ৮৯৫ টাকাসহ রহিমকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫