আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশকাল : অক্টোবর ১৩, ২০২৩, ১১:১৯ এ.এম
হাতিয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়া উপজেলা আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বর্ণাঢ্য আয়োজনে এ দিবস পালিত হয়। সকাল ১১ টায় হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনায় বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
‘অসমাতার বিরুদ্ধে লড়াই করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবু বককর সিদ্দিক,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার, উপজেলা প্রকৌশলী মোঃ সাজ্জাদুল ইসলাম,হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুন্দার,
সহকারী পরিচালক ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) মো: বদিউজ্জামান,হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ।দপ্তরের কর্মকর্তাগন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ, দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন, দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাকৃতিক দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি এক ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
আলোচনা সভা শেষে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ নেতৃত্বে অগ্নি কান্ড, ভূ’মি কম্পন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় করনীয় ও সর্তকতা বিষয়ক একাধিক মহড়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha