কুষ্টিয়া দৌলতপুরে দৈনিক লালনভূমি পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সদস্য ও দৌলতপুর জাতীয় সাংবাদিক সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, সাংবাদিক বিপ্লব কে মুঠো ফোনে অপহরণ ও প্রাণ নাশকের হুমকি দেয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বার, ২৩) তারিখে আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় মরিচা ইউনিয়নে সংবাদ সংগ্রহ করার সময় মুঠো ফোনে বার বার অপহরণ খুন, গুম , হত্যার ও প্রাণ নাশকের হুমকি দেয়।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বার, ২৩) তারিখে আনুমানিক বেলা ১২ টার সময় দৌলতপুর থানায় এই বিষয়ে একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নং-৬২৭
বর্তমানে কুষ্টিয়া জেলার প্রতিটি উপজেলায় সংবাদ কর্মীদের উপর নির্যাতন খুন গুম অপহরণের মাত্রা বেড়ে চলেছে। কুষ্টিয়া জেলায় সাংবাদিকদের খুন গুম হত্যা করে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন গণমাধ্যম সমাজ।
অজ্ঞাতনামা মোবাইল নম্বর গুলো , ০১৯৫৩ ৭৮৬৭০৫/ +৮০৩০০২৫৬৯৫ ও ৮৮০১৩০৫ ৩৯৫৭৬৯ এই মোবাইল নম্বর গুলো যেকোন মুহূর্তে তাকে অপহরণ ও হত্যা করতে পারে । সে কারনে মোবাইল নম্বর গুলো ট্র্যাক করে প্রকৃত দোষীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবি এই সমাজের।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111