বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উঠান বৈঠকটির আয়োজন করে কুষ্টিয়া ক্যানসার সোসাইটি। উঠান বৈঠকে স্তন ক্যানসারের কারণ, লক্ষণ ও আক্রান্ত হলে করণীয় নিয়ে আলোচনা করেন স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জসিম উদ্দিন ও মো. ফজলুল হক।
উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় মা-বোনদের উদ্দেশে স্বাস্থ্যকর্মী সালমা ইয়াসমিন বলেন, স্তন ক্যানসার একটি মারাত্মক রোগ। তবে সঠিক সময়ে সচেতনতা ও চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
উঠান বৈঠক শেষে আলোচ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও উপস্থিত সবার মধ্যে নাশতা বিতরণ করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ক্যানসার সোসাইটির সভাপতি মো. ফরিদুল ইসলাম (ফরিদ)। উঠান বৈঠকে সহযোগিতায় ছিল কুষ্টিয়ার কৃষিবিষয়ক সংগঠন কৃষকের বাতিঘর ও কৃষি বিডি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha