আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১২, ২০২৩, ৯:৫০ এ.এম
ফরিদপুরে হাত পা বিচ্ছিন্ন অবস্থায় যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফরিদপুরে একটি মেহগনি বাগান থেকে আসাদুজ্জামান নুর ওরফে তুরাগ (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যার দিকে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তুরাগ জেলা শহরের মধ্য আলীপুর কানাই মাতুব্বর মোড় এলাকার আলাউদ্দিন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, গোবিন্দপুর এলাকায় একটি মেহগনি বাগানে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন, ডান হাতে কোপের দাগ, দুই হাঁটুতে কোপের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha