আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১২, ২০২৩, ৮:৪৭ এ.এম
নড়াইলে ৪ দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন

নড়াইলে চার দিনব্যাপী সুলতান উৎসব শুরু হয়েছে। চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে ছবি এঁকে সুলতান উৎসবের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এরপর শিশুসহ দেশ-বিদেশি শিল্পীদের আঁকা ছবি নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু।
চার দিনব্যাপী সুলতান উৎসবের অনুষ্ঠানের মধ্যে রয়েছে দেশের বিভিন্ন এলাকার শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, মিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা. আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সুলতান উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় একশ স্টলে হস্তশিল্প, কুঠির শিল্প, মনোহারী সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে।
আয়োজক কমিটি সদস্য এসএম সুলতানের কাছের মানুষ সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এর সভাপতি শেখ হানিফ জানান, এ উৎসবকে ঘিরে সুলতান ভক্ত সহ নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হবে। মেলায় দেশ বিদেশের সুলতান ভক্তরা অংশগ্রহণ
করবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha