কুষ্টিয়া পৌর এলাকায় নিখোঁজের একদিন পর গড়াই নদ থেকে তারা শংকর সরকার নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মঙ্গলবাড়িয়া বাঁধ সংলগ্ন গড়াই নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শংকর সরকার জুগিয়া কানাবিল মোড় এলাকার শক্তিপদ সরকারের ছেলে। তিনি সদর উপজেলার স্বর্গপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তারা শংকর। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় সাধারণ ডায়রি করেন তার পরিবারের সদস্যরা।
তিনি আরো বলেন, সন্ধ্যায় গড়াই নদীর মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহতের পরিবার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করে। পরে মরদেহটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।