আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ১১, ২০২৩, ৪:১৩ পি.এম
বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবককে নির্যাতন

ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে এক যুবককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার সেওতা গ্রামে (৯ অক্টোবর) সোমবার দিবাগত রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। আহত রহমান সিকদার (৪০) জামাল হাওলাদারের ছেলে ও উপজেলার সেওতা গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতপরশু রাতে উপজেলার সেওতা বাজারে যান রহমান সিকদার। রাত দশটার দিকে বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে এক জায়গায় আগে থেকে ওত পেতে থাকা কয়েক যুবক রহমান সিকদারকে ধাওয়া করে লাঠিদিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।
এ সময় রহমান সিকদারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখে।পরে স্থানীয় লোকজন তার পরিবারের লোকজনকে খবর দিলে তারাএসে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা হাসপাতালে ভর্তি করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি এখন তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha