আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:১৮ এ.এম || প্রকাশকাল : অক্টোবর ৯, ২০২৩, ৪:১৭ পি.এম
কাঁঠালিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষাক্ত সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার ভোরে উপজেলার ১ নং চেঁচরী রামপুর ইউনিয়নের (২নং ওয়ার্ড) উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজিয়া বেগম ওই গ্রামের মো. কালাম জমাদ্দারের স্ত্রী ও চার সন্তানের জননী।
নিহতের স্বজন কুদ্দুস জমাদ্দার বলেন, সোমবার ভোরে রাজিয়া বেগম নামাজ পরে খাটের উপর থেকে নেমে পা দিয়ে জুতা আনার চেষ্টা করলে খাটের নিচে গর্তে থাকা বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
১ নং চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, মৃত রাজিয়া বেগম আমার চাচাতো ভাইয়ের স্ত্রী। সকালে তাকে সাপে কামড় দিলে পার্শ্ববর্তী ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha