ভেড়ামারা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণী (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো কলেজের প্রায় পাঁচশত শিক্ষার্থীকে।
রবিবার(৮অক্টোবর) নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে গুটা কলেজ ক্যাম্পাস। সকাল ১১টার সময় কলেজের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে হাফেজ মোঃ খাদেমুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান।
প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অবঃ) মোহাঃ আব্দুর রাজ্জাক।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজ সাজানো হয়েছিল বেলুন আর রংবেরঙের ফুল দিয়ে। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন নৃত্য,গান হাসি-আনন্দ-আড্ডা ও উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান স্বাগত ভাষণে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আমি আমার বক্তব্যের শুরুতেই অত্র কলেজের নবাগত শিক্ষার্থীদের জানাই ফুলেল শুভেচ্ছা। আমি তোমাদের অন্তরের উষ্ণ আবেগে, ভালোবাসার আশ্বাসে একান্ত নিবিড় করে গ্রহণ করলাম। তোমাদের এ আগমন শুভ হোক। এ শিক্ষায় তোমাদের উন্মুক্ত অঙ্গনে তোমরা জীবন বিকাশে সক্ষম হও এটাই আজ আমার একান্ত কামনা।
সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নাছরিন আক্তার ও সাজেদুল ইসলাম সোহেলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবীন বরণ উদযাপর কমিটির আহ্বায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম। ইংরাজী বিভাগের প্রভাষক আরশেদ আলী ,দর্শন বিভাগের প্রভাষক আবু সাঈদ ও প্রবীন সাংবাদিক ইসমাইল হোসেন বাবু। ছাত্রীদের মধ্যে মানপত্র ও বক্তব্য রাখে রাণি,সাইমা সিদ্দীকা ও ইশরাত জাহান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি আরো বলেন, এখানে যারা ভর্তির হয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভাল শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে।
প্রধান অতিথি ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ(অবঃ)মোহাঃ আব্দুর রাজ্জাক বলেন, এই কলেজে যারা ভর্তি হয়েছো সবাই মেধাবী। তোমাদেও কে আমি স্বাগত জানাচ্ছি।
যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, এটুকুই কামনা করি।
আলোচনা পর্ব শেষে ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইসরামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোছাঃ রাজিয়া সুলাতানার সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে অত্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লীলা খাতুন ও একাদশ শ্রেণীর ছাত্রী রিংকি ও শোভা। ইসলামী সঙ্গীত পরিবেশন করে আরোহী রাখী।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলেজের প্রভাষক জিয়ারুল ইসলাম। জহুরুল হাসান। আশরাফুল ইসলাম। রুকশানা লাকি।মোঃ জসিম উদ্দীন। রেহেনা পারভনি। খলিলুর রহমান। লিপি খন্দকার। আমজাদ হোসেন। খারেকুজ্জামান। হামিদুল হক। হোসনেয়ারা খাতুন। তৌহিদুর রহমান সেন্টু। এমদাদুল হক। মশিউর রহমান শামিমুর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha