কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউপি’র শেহালা গ্রামে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্ঠার অভিযোগ উঠেছে প্রতিবেশি সুমন (১৯) নামের এক কিশোরের বিরুদ্ধে।
পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার (০৬ অক্টোবার ২০২৩) বিকেলে প্রতিবেশি সিরাজ মন্ডলের বাড়ীতে শিশুটি খেলা করছিল। এসময় খেলার ছলে শিশুটিকে ডেকে নিয়ে সিরাজ মন্ডলের ছেলে সুমন তাকে ধর্ষনের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশে-পাশের প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দৌলতপুর হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে শনিবার সকালে শিশুটির বাবা দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, ধর্ষনের চেষ্টা জানিয়ে শিশুটির বাবা একটি এজাহার দায়ের করেছে। মামলাটি পক্রিয়াধিন বলে জানিয়েছে তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।