আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ৮:৪৫ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২৮, ২০২৩, ৫:৩১ পি.এম
নড়াইলে বিনামূল্যে ১২শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান

নড়াইল সদরের জঙ্গলগ্রামে বিনামূল্যে ১২শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ ও মানবিক জঙ্গলগ্রামের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে ২২জন চিকিৎসক রোগী দেখেন।
প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, অর্থপেডিক্স ডাঃ বীরেন্দ্র নাথ ভট্টাচার্য,অ্যাডঃ হেমায়েত উল্লাহ হিরু, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এস এ মতিন, মানবিক জঙ্গলগ্রামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাজহারুল ইসলাম, সৈয়দ মশিউর রহমান কবির, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা মানবিক জঙ্গলগ্রামের কর্মকর্তা ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসা প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha