আজকের তারিখ : এপ্রিল ৩, ২০২৫, ২:৪১ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২২, ২০২৩, ৫:৫৬ পি.এম
চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে মা মেয়ের মৃত্যু

রংপুরের চব্বিশ হাজারী নামক এলাকায় গাছের ডাল ভেঙে মাথায় পরে মৃত্যু হয়, তৃষ্ণা রানী(৩৪) এবং মেয়ে রাজশি সরকার(২১) এর।
তারা হলেন, গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের তুলসির হাটের বাসিন্দা ভজেন্দ্রনাথ সরকার এর স্ত্রী এবং বড় মেয়ে । গত ২১/০৯/২৩ইং বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে রওয়ানা হোন তারা প্রতি মধ্যে ২৪ হাজার ই নামক এলাকায় আনুমানিক ৬ সন্ধ্যা দিকে চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে তাদের মাথায় পরে, ফলে মা এবং মেয়ে মর্মান্তিক ভাবে আহত হয়, সঙ্গে সঙ্গে তাদেরকে রংপুর শহরের ডক্টরস কমিউনিটি ক্লিনিকে ভর্তি করানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এস আই রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ভজেন্দ্রনাথ এবং তার ছোটো মেয়ে শুভশ্রী বেচে গেলেও মর্মান্তিক ভাবে আহত হওয়ায় বাচানো সম্ভব হয়নি তার স্ত্রী, তৃষ্ণা রানী ও বড় মেয়ে রাজশি সরকার কে।
তথ্যসূত্রে জানা যায়, মৃত তৃষ্ণা রানী গংগাচড়া উপজেলার নোহালি ইউনিয়নের নোহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষিকা ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha