আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:১৮ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ২০, ২০২৩, ১২:৩৯ পি.এম
শালিখায় ছেলের দেনার দায়ে বাবার আত্নহত্যা

মাগুরা শালিখায় ছেলের দেনার যন্ত্রণায় প্রথমে কীটনাশক পান করে পরে ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে মোজাহার শিকদার নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
নিহত মোজাহার শিকদার (৬২) উপজেলার শতখালী ইউনিয়নের বয়রা গ্রামের মৃত ঈমান আলী শিকদারে ছেলে। গত সোমবার ১৯শে সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের একমাত্র ছেলে টুকুল শিকদার সে গরুর ব্যবসা করতেন সে ২০(লক্ষ)টাকারধীক দেনা হয়েছে। দীর্ঘ দিন ধরে এলাকায় সে গরুর ব্যাপারী হিসাবে পরিচিতি লাভ করে কিন্তু হঠাৎ করে গত ৩-৪মাস ধরে সে বাড়ি থেকে কোথায় যেন হারিয়ে যায়।
প্রতিবেশিরা জানান, টুকুুল এর নিখোঁজ খবরে আশপাশের এলাকার বিভিন্ন লোকজন তার বাড়িতে ভিড় জমাতে থাকে। টুকুলের বাবা মোজাহার শিকদার পাওনাদারদের কথা শুনেন এবং তাদের কে পাওনা টাকা দিয়ে দেবার কথাও বলেন।
ছেলের দেনাদারদের মানসিক চাপে সোমবার দুপুরে প্রথমে কীটনাশক পান ও পরে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন। একপর্যায়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসের ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ছেলের দেনায় হতাশ হয়ে তার বাবা আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে পুলিশ তদন্ত করছে এবং তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha