ভালো দামের আশায় নিজ ক্ষেতের পাট মজুদ করে রেখেছিল, দাম বাড়লেই পাটগুলো বিক্রি করে দিবে, তার আগেই দুর্বৃত্তের দেওয়া আগুনে ফরিদপুরের আলফাডাঙ্গায় রফিকুল ইসলাম নামে এক কৃষকের ১৫০ মন পুড়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় পোনে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তার পরিবার।
সোমবার রাতে শেষ ভাগে উপজেলার বেলবানা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কৃষক আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
রফিকুল ইসলাম বলেন, বাজারে বর্তমান পাটের দাম কম থাকায় বাড়ির পশ্চিম পাশে একতলা নতুন বিøডিংয়ের এক পাশে শুকনো পাট মজুত করে রাখা ছিল। ওই বিøডিংয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় আমাদের কেউ ওই ঘরে থাকতেন না। সোমবার বাড়িতে আমরা স্বামী-স্ত্রী ছাড়া অন্য কেউ ছিল না, তাই পৃথক ঘরে ঘুমাতে যাই। রাত আনুমানিক পোনে ৩ টার দিকে আমার স্ত্রী এসে জানান মশার কয়েলের আগুন শেষ হয়ে গেছে নতুন কয়েল জ্বালাতে হবে ম্যাচলাইট খুুঁজে পাচ্ছি না। ওই সময় আমি স্ত্রীর ঘরে গিয়ে ম্যাচলাইট খুুঁজে কয়েল ধরিয়ে দিয়ে আমার স্থানে গিয়ে শুয়ে পড়ি। এর প্রায় এক ঘন্টা পরে আমার স্ত্রী’র চিৎকারে ঘুম ভেঙে যায়। পাটের ঘরে আগুন লেগেছে বরে চিৎকার করতে থাকে। লাফ দিয়ে ঘর থেকে বাহিরে গিয়ে দেখতে পাই পাটগুলো আগুনে পুড়ে যাচ্ছে।
এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আমার প্রায় ১৫০ মন পাট মজুত ছিল যাহার বর্তমান মূল্য প্রায় পোনে চার লাখ টাকা। পাটে আগুন লাগার পরে অবশিষ্ট কিছু পাট আছে সেটা বিক্রি করার কোনো পরিস্থিতি নেই। বিষয়টি তৎক্ষণিক আলফাডাঙ্গা থানায় অবগত করেছি। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
ওসি মো.আবু তাহের জানান, আগুন ধরে পাট পুড়েছে সুনেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha