রাজশাহীর বাঘায় ৫০০ শত বোতল ফেন্সিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি শহিদুল ইসলাম (৪৫) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। সে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের নূরজামাল এর ছেলে।
জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারে নিয়োজিত ডিবি পুলিশের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাকুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম এর বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তিনটি প্লাষ্টিকের বস্তায় ভর্তি ৫০০শ’ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে ।
ডিবি পুলিশ জানায়, সেখানে নিজ হেফাজতে রেখে ফেন্সিডিল বিক্রি করছিল। শহিদুল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৮টি মামলা রয়েছে।
এ ঘটনায় শহিদুল ইসলামের বিরুদ্ধে ডিবির উপ পরিদর্শক(এসআই) নাজিম উদ্দীন বাদি হয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এ মামলা রজু করা হয়েছে বলেও জানায় ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ডিউটি অফিসার সহকারি উপ পরিদর্শক হাসনা খাতুন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।