আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:২২ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১২, ২০২৩, ৪:৩১ পি.এম
নড়াইলে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেষ্ট হোম ডভেলেপার্স লিমিটেডের পরিচালকদের প্রতারনা ও দুর্নীতির বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেষ্ট হোম ডেভেলপার্স লিমিটেডের পরিচালকদের প্রতারনা ও দুর্নীতির বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। আজ ১২সেপ্টেম্বর বেলা ১টায় আদালত চত্বরে ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেডের ক্ষতিগ্রস্থ গ্রাহক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন হয়।
ঘন্টাব্যপি মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, ক্ষতিগ্রস্থ গ্রাহক মোঃ রাজু শেখ, মোঃ মুকুল শেখ, খন্দকার মফিজ উদ্দিন, মেহদী হাসান, মহেরুন্নেছা মেরী, ফরিদ আহমেদ, মামুনুজ্জামান, কাজী মফিজুর রহমান, মোঃ সোহেল ও মোঃ পিয়ার প্রমুখ।
বক্তারা বলেন, ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড ও বেষ্ট হোম ডেভেলপার্স লিমিটেডের পরিচালকরা প্রতারনা ও দুর্নীতির মাধ্যমে সারা বাংলাদেশে ১০০০ কোটি টাকা ও নড়াইলের গ্রাহকদের ১০০ কোটি টাকা প্রতারনা করে আত্মসাৎ করেছে। আমরা এর বিচার চাই।
বক্তারা আরো বলেন, এদের বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রতারণার মামলা হয়েছে। নড়াইলের মামলায় কাজী সামসু রহমানের আট বছর, কাজী আজিজের ছয় বছর, কাজী সামসু রহমানের স্ত্রী শাবানা বেগমের পাঁচ বছরের সাজা হয়। বর্তমানে তারা নড়াইল কারাগারে আছে। কিন্তুু তারা টাকা না দিয়েই আদালতের রায় অমান্য করে আপিল করে কারাগার থেকে বেরোনোর চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha