আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৬:১০ পি.এম
মুকসুদপুরে সমাজ সেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারনা, ৬ মাসের জেল

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সমাজ সেবা কর্মকর্তা পরিচয়ে প্রতারনার দায়ে মোঃ জহুরুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১১ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রম্যমান আদালতে বিচারক অমিত কুমার সাহা এ সাজা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জহুরুল নাটোর সিংগা উপজেলার তেমুখ গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে।
মুকসুদপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান, জহুরুল সমাজ সেবা কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার দিগনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা করে দিবে বলে প্রতারনা করে আসছিলেন, আজ সকালে এলাকাবাসী তাকে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসলে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রম্যমান আদালতে বিচারক অমিত কুমার সাহাকে অবগত করলে তিনি স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রম্যমান আদালতে বিচারক অমিত কুমার সাহা বলেন, জহুরুল ইসলাম একজন প্রতারক সত্যতা পাওয়ায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha