আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য, কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান রবিবার রাতে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের নেতা-কর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং দেশের অব্যাহত উন্নয়ন ও মহম্মদপুর-শালিখা এ মাগুরা সদরের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি। এছাড়া দারিদ্র্য, দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গঠনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাগুরা-২ আসন থেকে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোরবান আলী, অধ্যক্ষ খাইরুল ইসলাম অসংখ্য দলীয় নেতা-কমৃীসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান ১৯৫৪ সালে মহম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম শাহাবুদ্দিন মোল্যা দীর্ঘদিন উপজেলা কৃষক লীগের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭৭ সালে রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৭৮ সালে তিনি জনস্বাসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন এবং ২০০৯ সালে তিনি এ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দায়িত্বভার গ্রহন করেন। ২০১৪ সালে চাকরি জীবন থেকে অবসরে আসেন। এখন তিনি বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুজ্জামান ১৯৮১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য এরশাদ সরকার তাকে সাময়িকভাবে বরখাস্থ করেন। আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি জোট সরকারের আমলে তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় পেতে তিনি নেতা-কর্মীদের নিয়ে এলাকায় গন সংযোগের পাশাপাশি অসহায় মানুষের সেবা করে এলাকার মানুষের কাছে সমাদৃত হয়ে আলোচনায় এসেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha