আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১০, ২০২৩, ৪:৩৯ পি.এম
ঘুমধুমের ফ্রেন্ডশিপ ব্রীজে বাংলাদেশ-মিয়ানমার কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আন্তর্জাতিক সীমারেঁখা লাল ব্রীজের উপর বাংলাদেশ-মিয়ানমার কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্টিত হয়।
রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩১/১এস সংলগ্ন লালব্রীজ তথা ফ্রেন্ডশিপ ব্রিজের সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে।
৩৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র আরো জানান, কক্সবাজার ৩৪বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশে ২০ প্রতিনিধিদল ও মিয়ানমার ২ নম্বর বিজিপির অধিনায়ক লেঃ কর্ণেল কিয়াও নাইং সোয়ে'র নেতৃত্বে ১০ প্রতিনিধিদলের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনাসহ দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক আস্থা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখাসহ ভবিষ্যতে সীমান্ত এলাকায় যেকোনো ঘটনা ঘটলে তা সাথে সাথে পরস্পরকে অবগত করা এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করেন।
তবে অপর একটি সূত্র দাবী করেন, এটি ছিলো দু'দেশের নিয়মিত বৈঠকের অংশ। তবে সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দু'দেশের সীমান্ত রক্ষী পর্যায়ের সর্বশেষ অবস্থানও এ বৈঠকে আলোচনা হয় বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha