চট্টগ্রাম চান্দগাও থানাধীন পশিম মোহিরা হাজ্বী নাজির আলী সড়কের রহুল আমিনের বাড়ির মাহবুল আলমের ৩ বছর বয়সের মো: আবদুল্লাহ নামের একটি ছেলে ৪ সেপ্টম্বর সোমবার একটি মহিলা ভিক্ষুক সেজে ছলেটিকে অপহরন করে নিখোঁজ গেছে বলে পারিবারিকভাবে ধারনা করা হচ্ছে।
সে খানে দেখা সে মহিলাটি একজন ছেলাধরা/অপহরনকারী হিসেবে উল্লেখ করে ছেলেটির পরিবার থেকে বাচ্চাসহ মহিলাটিকে কেউ দেখে থাকলে থানায় বা উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।
কোন হৃদয় বান ব্যাক্তি পেয়ে থাকলে নিম্নে দেয়া নাবারে যোগাযোগ করুন। ০১৬২০৪৮৩১০৮, ০১৮৬৬৬০১৯৩৭
যোগাযোগের ঠিকানা: রুহুল আমিনের বাড়ি, হাজি নাজির আলি টেন্ডলের রোড, পশ্চিম মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।