ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে মো. আমজেদ মোল্যা (৬০) নামের এক বৃদ্ধর ওপর হামলা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার ভোরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে পাড়াগ্রাম জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার বিকেলে শামচুর রহমান বাবলু ও সালাউদ্দিন লালটুসহ ছয়জনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন আহতর চাচাতো ভাই নো.নাছির মোল্যা।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, গ্রাম্য দলাদলি নিয়ে দির্ঘ দিনের বিরোধ রয়েছে আমজেদ মোল্যা ও সামচুর রহমান বাবলু গংদের সাথে। উক্ত বিরোধের জেরে শুক্রবার ভোরে স্থানীয় মসজিদে আমজাদ মোল্যা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলে পথে মধ্যে উৎ পেতে থাকা শামচুর রহমান বাবলু ও সালাউদ্দিন লালটুর নেতৃত্বে ছয়জন ও অজ্ঞাত ৪-৫ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে গুরুতর আহত করে। চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা জীবন নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আমজেদ মোল্যাকে আহত অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চাচাতো নাছির মোল্যার অভিযোগ হামলাকারীরা আমার চাচাতো ভাইকে আহত করে আমাদের ওপর দোষ চাপাতে মিথ্যা নাটক সাজিয়ে আলফাডাঙ্গা থানায় মিথ্যা লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে জানতে সালাউদ্দিন লালটুর মোবাইল নম্বারে একাধিকবার কল দিলে কল রিসিপ করেনি।
ওসি মো.আবু তাহের জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।