ফরিদপুরের বোয়ালমারীতে নারী নির্যাতন, চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদান সর্বমোট ১৩ মামলা ও ১ বছরের সাজা প্রাপ্ত আসামী মো. জাহিদ শেখকে (৪০) থানা পুলিশ আটক করেছে। গ্রেফতারকৃত আসামী জাহিদ শেখ উপজেলার গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে।
বুধবার ৩০ আগস্ট তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।
পুলিশ সূত্রে জানা যায়, ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মো. জাহিদ শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে থানায় ১৩টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন যাবত গ্রেফতার করতে চেষ্টা চালান। তবে বুধবার (৩০ আগস্ট) তাকে গুনবহা এলাকা থেকে আটক করা হয়।
অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিভিন্ন অপরাধ মামলার এ আসামী অনেক বড় ডেঞ্জারাস, এর আগে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেন। আর এমন কোন অপরাধ নাই যার সাথে তাঁর সম্পৃক্ত নেই। আসামী জাহিদ শেখকে বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তা জোরদার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111