আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২৯, ২০২৩, ১:৪৯ পি.এম
ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে ১৫০টি ভেড়া বিতরণ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় নির্বাচিত সুফল ভোগীদের মাঝে এ ভেড়া বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উত্তাঞ্চলের সীমান্তবর্তী ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৩৩ জন ভেড়া পালন সুফলভোগীদের মধ্য থেকে ৩৩৩ জন প্রশিক্ষণ পেয়েছেন। এদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫০ জনকে ভেড়া প্রদান করা হয় । সুফলভোগীদের প্রত্যেককে ৩টি করে মোট ১৫০টি ভেড়া বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ শামীম আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি।
আরো উপস্তিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মোছাঃ হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ এনামুল হক।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা ৫০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৩টি করে মোট ১৫০ টি ভেড়া দেয়া হয়েছে। তারা যেন ভেড়া পালনের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে সে লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। তাছাড়া এ সকল প্রাণির চিকিৎসা খাদ্য শস্যসহ অন্যান্য সুবিধাও দেয়া হবে উপকারভোগীদের।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha